আজ কেন্দ্রীয় বাজেট, বড় চ্যালেঞ্জ নির্মলার সামনে

সোমবার ২০২১-২০২২ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনা অতিমারির মধ্যে এই বাজেট রীতিমতো চ্যালেঞ্জের। সাধারণ মানুষকে তিনি কতটা স্বস্তি দেন, সেদিকেই নজর সবার। দেশের আর্থিক উন্নয়ন কোন দিশায়, তাও নজরে থাকবে অর্থনীতিবিদদের। স্বাস্থ্য, পরিকাঠামো এবং প্রতিরক্ষায় বাড়তি খরচের জোগান কী ভাবে হবে, তাও থাকবে এবারের বাজেটে। ভালো বাজেটের প্রত্যাশায় এদিন সেনসেক্স উঠেছে ৪০০ পয়েন্ট। 

ধীরে ধীরে করোনার প্রকোপ থেকে স্বাভাবিক হচ্ছে ভারত। এখন সরকারের সবথেকে বেশি জোর গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে। সাধারণ মানুষের হাতে বাড়তি টাকার জোগান ছাড়াও বিদেশি লগ্নি টানার লক্ষ্যও রয়েছে বাজেটের সামনে। সীতারমনের দাবি, এমন বাজেট আগে কখনও হয়নি। অর্থনীতিবিদদের বক্তব্য, কেবলমাত্র আয়ব্যয়ের হিসেব নয়, এটা হতে হবে তারও বেশি। অর্থনীতিকে আবার আগের অবস্থায় আনতে দিকনির্দেশ করতে হবে সীতারমনকে। ঠিক হয়েছে, রাজ্যসভা ১৩ ফেব্রুয়ারি বসবে। সেদিন লোকসভা মুলতুবি হয়ে যাবে, ফের চালু হবে ৮ মার্চ। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post