মনোনয়নের ঠিক আগেই বদল হল বিজেপি প্রার্থী


 সোমবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সেইমতো পূর্ব বর্ধমান জেলার গলসি কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিজেপি প্রার্থী তপন বাগদি সেখানে পৌঁছেই জানতে পারলেন যে, তাঁকে বাতিল করা হয়েছে। তাঁর বদলে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঠিক যেন শেষ মুহূর্তের ধাক্কা। প্রাথমিকভাবে তিনি হকচকিয়ে গেলেও দীর্ঘদিনের দল করা তপনবাবু ভেঙে পড়েননি। তাঁর সাথে মিছিল করে গিয়েছিলেন কয়েক ডজন বিজেপি অনুগামী। তারাও ভাবেন এ আবার কি রসিকতা ! কিন্তু ততক্ষনে ধার্য হয়ে গিয়েছে, তপন বাগদির পরিবর্তে গলসিতে প্রার্থী হবেন বিকাশ বিশ্বাস। তাঁকে দ্রুত মনোনয়ন জমা দিতে বলেছে বিজেপি রাজ্য নেতৃত্ব। 

 


 এই সিদ্ধান্তে অবাক হচ্ছেন পেশায় শিক্ষক বিকাশ বিশ্বাসও।  কাঁকসা অযোধ্যা হাই স্কুলের শিক্ষকতা করেন বিকাশবাবু। তিনি জানালেন যে , তিনি তাপানবাবুর হয়ে প্রচার করছিলেন, হঠাৎ কি হল তিনিও অনুমান করতে পারছেন না। এই নিয়ে তাঁকে আগে থেকে কিছুই জানানো হয়নি। অবশ্য ব্যাথিত হৃদয়ে তপন বাগদি জানালেন, তাঁকে সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া সম্প্রতি নিজের হয়ে প্রচার করতে নিষেধ করেছিলেন। তখনও অনুমান করিনি এমন একটা কিছু হতে চলেছে। তারপরই পাল্টে গেল প্রার্থী।  সোমবারই অবশ্য মনোনয়ন জমা করছেন বিকাশ বিশ্বাস। আগামী ২২ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.