ঠাকুমা
ইন্দিরা গান্ধির জরুরি অবস্থা জারি নিয়ে এবার মুখ খুললেন নাতি রাহুল
গান্ধি। জরুরি অবস্থা জারি করা যে একেবারেই ঠিক হয়নি, স্বীকারক্তি
রাহুলের। অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে এক সাক্ষাৎকারে বিস্ফোরক
স্বীকারোক্তি করলেন তিনি। ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করা হয়েছিল
দেশজুড়ে। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি। জরুরি অবস্থা
থাকাকালীন মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল। সংবাদমাধ্যমকে
নিয়ন্ত্রণে রাখা হতো এমনকি বিরোধীদের জেল পর্যন্ত খাটতে হয়েছিল। ভারতের
ইতিহাসে সেই অধ্যায় আজও ক্ষত হয়ে রয়েছে কংগ্রেসের বুকে। এবার সেই ক্ষতে
প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির
নাতি রাহুল গান্ধি।
যদিও রাহুল বর্তমান সময়ের সঙ্গে তুলনা টানতে
গিয়েই এই মন্তব্য করেছেন। সেই জরুরি অবস্থার সঙ্গে বর্তমান সমাজ ব্যবস্থার
পরিস্থিতির একটা মিল পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেছেন কংগ্রেস নেতা রাহুল।
মোদির প্রশাসন কে তুলোধোনা করতে গিয়েই তিনি ৭৫-এর জরুরী অবস্থার উদাহরণ
টেনেছেন। নিজের বক্তব্যে বিজেপিকে কটাক্ষ করে রাহুল বলেছেন, বিজেপি একরকম
সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে দিনের পর দিন যেভাবে দেশে ভয়ানক
পরিস্থিতির তৈরী হচ্ছে তাতে আগামী দিনের কোনও নিরাপত্তা নেই। অন্যদিকে এই
জরুরি অবস্থা জারি করা হয়েছিল ১৯৭৫ সালে। কংগ্রেস যুবনেতা রাহুল গান্ধী
স্পষ্টত জানান, এই আইন একেবারে করা ঠিক ছিলোনা। অন্যদিকে বিজেপির যে শাসন
চলছে তাতে সামনেই দোরগোড়ায় বিধানসভা নির্বাচন আর যেভাবে বিজেপি ছড়ি
ঘোরাচ্ছে তাতে সাধারণ মানুষের পক্ষে ভালো না খারাপ তা দেখার বিষয়।
ঠাকুমার জরুরি অবস্থা জারি নিয়ে বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধির
0
March 03, 2021
Thank You for your important feedback