'খেলা হবে’ স্লোগানের ‘ভূত’ সর্বত্র

 
‘খেলা হবে’ নাকি এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যাগ লাইন। তিনি প্রায় প্রতিটি জনসভাতেই ব্যবহার করছেন, তৃণমূলের সকলেই করছেন। অনেকটা মরা মরা করতে করতে রাম নামের মতো। এই খেলা হবে আমদানি হয়েছিল বাংলাদেশ থেকে, যেখানে ভোটের আগে ব্যবহৃত হয়েছিল। এটাই এখন তৃণমূলের প্রধান স্লোগান। মোদি থেকে স্মৃতি ইরানি হয়ে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ অবধি খেলার কথা একবার না একবার বলেছেন। কিন্তু আজ এক মস্ত ভুল হয়ে গেল অমিত শাহের গোসাবা সভার আগে। সাধারণত বড় জনসভার আগে লোক জমায়েতের জন্য নানান দল গান বা দলের কোনও বক্তব্য মাইকে বাজায়। কিন্তু এদিন মঞ্চে বেজে উঠল তৃণমূলের 'খেলা হবে' স্লোগান।

কি করে হল এই কেলেঙ্কারি? উঠেছে প্রশ্ন। আসলে বিভিন্ন অঞ্চলে যারা মাইক ভাড়া দিয়ে থাকেন তাঁদের কাছে গানের সিডি থাকে। এখানেও হয়তো সেই ব্যবস্থা ছিল, কিন্তু স্থানীয় বিজেপি নেতারা মাইক টেস্টিংয়ের সময়ে দেখে নেয়নি ইলেক্ট্রিশিয়ানের কাছে কি স্টক আছে। ফলে তাঁরা ভিড় জমাবার জন্য মাইকে গান চালায়। তখনই গমগম করে বেজে ওঠে ‘খেলা হবে’ গানটি। সেই সঙ্গে বাজে তৃণমূলের স্বাস্থ্যসাথীর প্রচারও। অবস্থা বুঝে তড়িঘড়ি বন্ধ করতে আদেশ দেওয়া হয়। কিন্তু ততক্ষনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই কীর্তি। পরে অবশ্য বিজেপির দক্ষিণ ২৪ পরগনার সাংগঠনিক জেলা সভাপতি সুনীত দাস জানান, এই ভুল অনিচ্ছাকৃত, এতে বিজেপি কর্মীদের কোনও ভূমিকা নেই।    

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.