লকডাউনের সময় ঋণ-কিস্তি ছাড়ে পুরো সুদ মুকুব নয়ঃ সুপ্রিম কোর্ট

করোনা অতিমারীর সময় লকডাউনের ছয় মাসের ব্যাঙ্ক ঋণের কিস্তি স্থগিত (Moratorium) রাখার প্রকল্প ঘোষণা করেছিল আরবিআই (Reserve Bank of India)। ওই প্রকল্পের আওতায় সুদে ছাড় মিলবে কিনা সেই সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার রায়ে দেশের সর্বোচ্চ আদালত পরিস্কার জানিয়ে দিল, সুদে সম্পূর্ণ ছাড় দেওয়া সম্ভব নয়। শীর্ষ আদালত জানিয়েছে, সুদে সম্পূর্ণ ছাড় দিলে সমস্যায় পড়বে ব্যাঙ্কগুলি। কারণ তাদেরও অংশীদার, বিনিয়োগকারী ও অন্যান্য গ্রাহকদের সুদ দিতে হয়। তাই ব্যাঙ্ক ঋণের কিস্তি স্থগিত রাখার প্রকল্পের সুদে সম্পূর্ণ ছাড় দেওয়া সম্ভব নয়। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। পাশাপাশি ঋণে সুদ ছাড়ের সময়সীমা আরও বাড়ানোর আবেদনও নাকচ করেছে সুপ্রিম কোর্ট। তবে সর্বোচ্চ আদালত এদিন জানিয়েছে, কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কই ঠিক করবে জাতীয় অর্থনীতির জন্য কোনটা ভালো। ফলে দুর্নীতির অভিযোগ না আসা পর্যন্ত আইনবিভাগ এতে হস্তক্ষেপ করতে পারে না। যদিও সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, এই সময়সীমার মধ্যে যৌগিক হারে সুদ নিতে পারবে না ব্যাঙ্কগুলি। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.