ভাঙড়ে ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা-আগ্নেয়াস্ত্র, ধৃত চার

বামেদের ব্রিগেড সমাবেশের দিন সকালেই ভাঙড়ে আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে সংঘর্ষ হয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের। এবার সেই ভাঙড়েই এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র এবং বোমা। সোমবার রাতভর তল্লাশি চালায় ভাঙড় থানার পুলিশ। সিতুরী, কাজদিয়া এলাকায় তল্লাশি চালানো হয়েছে। সীতুড়ি এলাকার বাসিন্দা জলিল মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা ও বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাঁর ছেলে পলাতক বলেই জানা গিয়েছে। অপরদিকে কাজদিয়া এলাকা থেকে আরও একটি বন্দুক এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সেখান থেকে তিনজনকে গ্রেফতার করেছে। ফলে ভাঙড় থেকে বেআইনি অস্ত্র সহ চারজন গ্রেফতার হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। 

ধৃতদের মঙ্গলবার বারুইপুর আদালতে হাজির করানো হচ্ছে। প্রসঙ্গত, গত জানুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠন করেন ফুরফুরা সরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। যার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। ইতিমধ্যেই তাঁরা জোট করতে চাইছেন বাম এবং কংগ্রেসের সঙ্গে। যদিও বাম দলগুলির সঙ্গে আসন রফা চুরান্ত হলেও কংগ্রেসের সঙ্গে কথা চলছে। এরমধ্যেই ভাঙড়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ সমর্থকরা। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছিল। পুলিশের দাবি, তাঁকে জেরা করেই সোমবার রাতভর তল্লাশি করা হল। ফলে উদ্ধার হল প্রচুর বোমা এবং কার্তুজ সহ দুটি আগ্নেয়াস্ত্র।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.