পামেলা কাণ্ডঃ গ্রেফতার আরও দুই মাদক কারবারী

মাদক কাণ্ডে গ্রেফতার হল আরও দুইজন। পুলিশ সূত্রে খবর, দুজনেই মাদক কারবারী। পুলিশের দাবি, তাঁরা ধৃত বিজেপি নেতা রাকেশ সিংয়ের কাছে মাদক পৌঁছে দিত। এদিন ধৃতদের কাছে ১০ গ্রাম কোকেন উদ্ধার হয়েছে। উল্লেখ্য, প্রথমে মাদক সহ পামেলা গোস্বামী নামে বিজেপির মহিলা মোর্চার এক নেত্রীকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তাঁরই বয়ানের ভিত্তিতে আরও এক বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করে পুলিশ। এরপর মাদক কাণ্ডে পামেলা ঘনিষ্ঠ সুইটি সিং নামে মহিলাকে ধরে পুলিশ। তাঁকে জেরা করেই এই দুই মাদক কারবারীকে ধরতে সক্ষম হয়েছে গোয়েন্দারা। ধৃতদের নাম ফারহান আহমেদ এবং দইম আখতার। এই দুজনের থেকেই মাদক সংগ্রহ করতেন সুইটি। এরপর সেটি পৌঁছে যেত রাকেশের কাছে, পুলিশের দাবি এমনই। প্রসঙ্গত, পামেলা গোস্বামীকে মাদক সহ গত ১৯ ফেব্রুয়ারি নিউ আলিপুর থেকে গ্রেফতার করেছিল পুলিশ। পামেলার গাড়িতে প্রায় ১০ লাখ টাকার কোকেন উদ্ধার করা হয়েছিল। এরপরই গলসি থেকে গ্রেফতার করা হয় রাকেশ সিংকে। মাদক কাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অমৃত সিং নামে আরও একজনের খোঁজে তল্লাশি চলছে বলে সূত্রের খবর।  
 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.