জলবায়ু পরিবর্তনের সম্মলনে মোদি-জিনপিনকে আমন্ত্রণ বাইডেনের



 


জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগদান করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিনকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার সকাল হোয়াইট হাউস থেকে জো বাইডেন এই বার্তা দিলেন। যদিও আগামী ২২ ও ২৩ এপ্রিল ভার্চুয়াল বৈঠকের জন্য ৪০ জন রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানালো হল। তালিকায় রয়েছে নরেন্দ্র মোদি, শেখ হাসিনা, সি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন প্রমুখ রাষ্ট্রপ্রধানরা। উষ্ণায়ন থেকে বিশ্বকে বাঁচানোর লক্ষ্যে ২০১৫ সালে রাষ্ট্রপুঞ্জের প্যারিস জলবায়ু সম্মেলেন বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। সে সময় আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছিল। উষ্ণায়নের জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস যে মাত্রায় কমানোর অঙ্গীকার করেছিল, তার পরিমাণ অন্তত তিন গুণ না বাড়ালে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ সম্ভব সম্ভব হবে না। সেই কমানোর কাজটা শুরু করতে হবে ২০২০ সাল থেকে। যদিও গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে একমত হয়নি প্যারিস সম্মেলনে। এবার ফের আলোচনার উদ্যোগী হলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.