বিজেপির প্রার্থী হচ্ছেন তৃণমূল থেকে আগত প্রায় সকলেই

বৃহস্পতিবার দিল্লিতে চলেছে বঙ্গ ভোটে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিশেষ বৈঠক। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে অমিত শাহের পৌরোহিত্যে চলছে বৈঠক। উপস্থিত রয়েছেন দিলীপ ঘোষ সহ পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা নেতারা। রয়েছেন মুকুল রায়, শুভেন্দু সহ রাজীব বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর প্রতিটি কেন্দ্রে একাধিক দাবিদার থাকায়, চূড়ান্ত তালিকা তৈরির দায়িত্ব নিয়েছেন অমিত শাহ নিজেই।  তবে তৃণমূল থেকে আগত প্রায় সব হেবিওয়েট নেতারা টিকিট পাচ্ছেন বলে শোনা যাচ্ছে।


এমনটিও জানা যাচ্ছে শোভন চট্টোপাধ্যায় যেমন প্রার্থী হচ্ছেন তেমন প্রার্থী হচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি সদ্য যোগ দেওয়া জীতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বরেই প্রার্থী হতে পারেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া শ্রাবন্তী, হিরণের মতো তারকারাও টিকিট পাওয়ার দাবিদার। এমনকি বিজেপি প্রার্থী নিয়ে আদি সমর্থকদের ক্ষোভ রয়েছে। কিন্তু বাংলা দখলের চ্যালেঞ্জে কোনও কিছুকে আমল দেওয়া হবে না বলেই বিজেপির শীর্ষ সূত্র মারফত খবর। প্রশ্ন ছিল শুভেন্দু কি মমতার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন? দিলীপ ঘোষ জানিয়েছেন, নন্দীগ্রামে শুভেন্দুই প্রাথী হতেই পারেন। 


রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, কোনও প্রার্থী একের বেশি আসনে দাঁড়াতে পারবেন না, ফলে চ্যালেঞ্জটা তাঁদেরও। অপরদিকে রাজারহাট-নিউ টাউনের বিদায়ী বিধায়ক সব্যসাচী দত্ত বিধান নাগর কেন্দ্রে বিজেপির টিকিট পাচ্ছেন। ফলে নিউটাউনে তাঁরই কোনও অনুগামীকে টিকিট দিতে পারে বিজেপি। যদিও অনুগামীকেন্দ্রিক অনুরোধ রাখার বিষয়ে কড়া মনোভাব নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post