ফের বিড়ম্বনায় বিজেপি। বৃহস্পতিবার বিকেলেই বাকি ১৪৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সন্ধ্যা থেকেই তৃতীয় ও চতুর্থ দফার মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থী নিয়ে অসন্তোষ এবং বিক্ষোভ শুরু হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় বিড়ম্বনা তৈরি করলেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র। তাঁর নাম উত্তর কলকাতার চৌরঙ্গি আসন থেকে ঘোষণা করার অব্যবহিত পরেই তাঁর ছেলে জানিয়ে দিলেন, ‘মা এবার ভোটে দাঁড়াবেন নাট তিনি এখনও বিজেপিতে যোগও দেননি’। প্রসঙ্গত, ২০১১ সালে চৌরঙ্গি থেকেই তৃণমূল প্রার্থী হয়েছিলেন শিখা। প্রায় ৫৭ হাজার ভোটে তিনি জেতেন। কিন্তু দলীয় স্তরে মতানৈক্যের জেরে মমতার বিরুদ্ধে ২০১৩ সাল থেকে প্রশ্ন তুলতে শুরু করেন শিখা। তারপরই তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। পরে স্বামী সোমেন মিত্রর সঙ্গেই কংগ্রেসে ফেরেন শিখাদেবী।
এরপর গঙ্গা দিয়ে জল গড়িয়েছে অনেকটাই, সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শিখা মিত্র এবং তাঁর ছেলে রোহনের সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। তখনই জল্পনা ছড়ায় শিখাদেবী বিজেপিতে যোগ দিতে পারেন। কিন্তু আচমকা তাঁর নাম বিজেপির প্রার্থী তালিকায় চলে আসায় স্পষ্টতই ক্ষুব্ধ রোহন। তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন, কোনও রাজনৈতিক দলেই তাঁরা যোগ দেননি। অপরদিকে বাকি আসনে প্রার্থী ঘোষণা করার পরও যথারীতি বিক্ষোভ শুরু হয়েছে রাজ্যের কয়েকটি প্রান্তে। পাণ্ডবেশ্বরে বিজেপি টিকিট দিয়েছে তৃণমূল থেকে আসা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে। সেখানেও বিভিন্ন পার্টি অফিসে তালা লাগিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে।
Thank You for your important feedback