শনিবার আসামেও প্রথম দফা ভোট, চলেছে লবিবাজি?

বিজেপি বিগত নির্বাচনে অসম দখল করেছিল, তাতে সবথেকে সক্রিয় ছিলেন কংগ্রেস থেকে আগত হিমন্ত বিশ্বশর্মা। অনেকটা তাঁর কল্যানে ক্ষমতায় আসে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী করা হয় সংঘ করা সর্বানন্দ সোনোয়ালকে। তাতে প্রাথমিকভাবে ক্ষুব্ধ হলেও নতুন দলের নীতি মেনে নিয়েছিলেন। হিমন্ত কিন্তু এবারে প্রথম থেকেই সক্রিয়। যতটা খবর পাওয়া যাচ্ছে এবারেও কিছুটা এগিয়ে বিজেপি। অসমে অন্য স্ট্রাটেজি, সেখানে অহমিয়াদের একদিকে রেখে অন্যদিকে বাঙালি এবং সংখ্যালঘুদের আলাদা রাখা হয়েছে বলে সংবাদ। উত্তর পূর্বের এই রাজ্যে ৫৫ শতাংশ হিন্দু অহমিয়া আছে এবং ৪৫ শতাংশ বাঙালি ও সংখালঘু। কিন্তু একটু উলটপালট হলেই সরকারের টলোমলো বিদায়ী সরকার পক্ষের অবস্থা হতে পারে। সেই কথা ভেবেই ভোট কাচ্যার হেমন্তের ভাও বেড়েছে।


সম্প্রতি মঞ্চে মঞ্চে হিমন্ত বলছেন যে, লবিবাজি করে এবার আর মুখ্যমন্ত্রী হওয়া যাবে না। অর্থাৎ পরোক্ষে নিজেই মুখ্যমন্ত্রীর দাবিদার বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বও এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করছে না, সেখানে সর্বানন্দকে এবার প্রজেক্ট করা হয়নি। শনিবার অসমে ১২৬ আসনের মধ্যে প্রথম দফায় ৪৭ আসনে ভোট।   

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post