সমস্যা ইভিএমে


সংকট ইভিএম মেশিনেও। ইদানিং দেশের প্রতিটি ভোটেই ইভিম মেশিনে সমস্যা দেখা যাচ্ছে। বিভিন্ন রাজ্যের মতো এই রাজ্যেও তার ব্যতিক্রম নেই. সকালে ২ ঘন্টার মধ্যেই ইভিএম কারচুপি হওয়ার জেরে অভিযোগ এসেছে। ভোট ও বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকরটি কেন্দ্রে। প্রার্থী সুশান্ত ঘোষের ওপর আক্রমণ। তার  গাড়ি ভাঙচুরের মত ও সংবাদ প্রতিনিধিদের ওপর ও হামলা চলছে।অভিযোগ উঠেছে সাংবাদিকদের উপর আক্রমণের। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি কাঁথি, পুরুলিয়া সহ  বিভিন্ন কেন্দ্র ইভিএম খারাপের  জন্য আঙ্গুল  উঠেছে খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এক্ষেত্রে তৃণমূল অভিযোগ করছে শ্যামের ভোট রামের পড়ছে। নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে সমস্ত ঘটনার ওপর নজরদারি রাখছে এবং জানা গেছে ইতিমধ্যে সকাল থেকেই  ২০ শতাংশের ওপর ভোট ও  পরে গেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.