মানুষের কথা

প্রার্থী তালিকা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে সমস্ত দলের , বিজেপির ঘোষণা করা বাকি | কিন্তু এবারের ভোটার ইস্যু কি হতে পারে? আম মানুষ নিজের কথা শুনতে চায় | লকডাউনে কর্মহারা হয়েছে বহু মানুষ, দ্রব্যমূল্য বৃদ্ধিতে রান্নাঘরে আগুন লেগেছে, নতুন কর্ম জুটছেনা নব্য যুবাদের | জনগণের কাছে এটাই প্রাধান্য পাবে যে, কি পেয়েছি আর কি পাবো ? লোকসভা নির্বাচনের ফর্মুলা কাজ দেবে না কোনও দলের | তৃণমূলকে জানাতে হবে, কি দিয়েছি, কি দিতে পারিনি এবং কেন পারিনি | পাশাপাশি মোদি থেকে শুরু করে অন্যান্য নেতাদের জানাতে হবে কবে কমবে মূল্যবৃদ্ধি, কবে কাজ পাবো | আর বাম কংগ্রেস এর সামনে প্রশ্ন থাকবে, কতটা বিকল্প তারা ক্ষমতাসীন দুই দলের থেকে |

পরস্পর কাঁদা ছোড়াছুড়ি পছন্দ করবে না মানুষ কারণ ওসব শুনে তাদের লাভ নেই | পেটে খিদে পকেট ফাঁকা অতএব ধর্মের কথা শুনে লাভ নেই তা বিস্তর জানে রাজ্যের হিন্দু মুসলমান | তাই যোগী বা আব্বাসের মঞ্চ জমাট করা ভাষণ মানুষ শুনবে এবং দ্রুত ভুলেও যাবে | পরিষ্কার জানাতে হবে 'রুটি কাপড়া মকান'এর কথা |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post