ফের শক্তিশালী ভূমিকম্পের জেরে সুনামির আতঙ্ক ছড়াল জাপানের মিয়াগি অঞ্চলে। শনিবার অর্থাৎ আজ উত্তর -পূর্ব উপকূলবর্তী এলাকায় প্রবল আকারে ভূমিকম্প শুরু হয়. রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভিসের দাবি, রিখটার স্কেলে এর মাত্রা ৭। তবে ভূমিকম্পের ফলে শনিবার বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিয়াগিতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের সময় অনুযায়ী সন্ধে ৬ নাগাদ মিয়াজী অঞ্চলে ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর ওই অঞ্চলের প্রায় ১ মিটার এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এর আগেও মিয়াগিতেও ভূমিওম্প হয়েছে।এরপর আজ ফের জাপানে ভূমিকম্প। ভূমিকম্পে আতংকিত জাপানবাসী।
Thank You for your important feedback