প্রথম দফার নির্বাচনে শেষ প্রচারে বাংলায় একেবারে ঝড় তুললো দুই শিবির। একদিকে আজ বিজেপির সভায় উপস্থিত অমিত শাহ,এছাড়া ছিলেন রাজনাথ সিং,যোগী আদিত্যনাথ।এদিন অমিত শাহ বললেন, দেশে নরেন্দ্র মোদি গরিব মানুষের জন্য ১১৫ বেশি প্রকল্প চালু করেছেন। দিদি ১০০ বেশি স্ক্যাম নিয়ে এসেছেন। নরেন্দ্র মোদী ১৩ কোটিরও বেশি ঘরে গ্যাসের সিলিন্ডার দিয়েছেন। আড়াই কোটি মানুষকে ঘর দিয়েছেন। ১০ কোটি মানুষের ঘরে টয়লেট বানিয়ে দিয়েছেন। ১১ কোটি মানুষের ঘরে বিদ্যুত্ পৌঁছে দিয়েছেন। আর দিদি, স্বাস্থ্য বিমা আপনাদের ঘরে পৌঁছাতে দেন না। তাহলে দিদির স্ক্যাম কে চান না মোদিজির স্কিম কে. তাহলে ভোটে জয় করুন মোদিজিকে। অন্যদিকে প্রচারের শেষ দিনে থেমে থাকলেন না উত্তরপ্রদেশের মন্ত্রী যোগী আদিত্যনাথ।তিনিও একের পি-ওর এক সভা করলেন। বাংলার মানুষকে বললেন,তিনি হিন্দুত্ববাদের প্রচার করলেন । বাংলার শিল্প, কর্মসংস্থান, দুর্নীতি, তোলাবাজির মতো বিষয়গুলি যে বিজেপির নির্বাচনী প্রচারের মূল অ্যাজেন্ডা, তা প্রচারে এসে বারবার বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। কিন্তু সেই সঙ্গে বিজেপির বহু পরীক্ষিত গেরুয়া লাইনও যে থাকছে তাও বারবার স্পষ্ট হয়েছে। নামখানা থেকে গেরুয়া প্রসঙ্গ-সহ সব ইস্যুকেই তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাতিয়ার করলেন যোগী। স্কিম না স্ক্যাম চান আপনারাই ঠিক করুন তবে.এমনই মন্তব্য করলেন।
অন্যদিকে আজ মমতা দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে প্রচারে বলেন,আমরা তো গরিব মানুষজকে চাল দি বিনাপয়সায়। ওরা কি দেয় । আমরা গ্যাস সিলিন্ডার দিয়েই।ওরা দিনের পর দিন তার দাম বাড়াচ্ছে। কন্যাশ্রী,যুবশ্রী সমস্ত সুবিধা মানুষকে দিয়েছি ।ওই সরকার তাহলে করুক।এমনি মন্তব্য বিঁধলেন আজ বিজেপির দিকে। প্রথম দফার ভোট শুরু হতে আর দেরি নেই.তার আগেই দুই শিবির একেবারে প্রচারে ঝড় তুলছে রীতিমত বলা যায় ।
Thank You for your important feedback