আজ রাজ্যে দুদিনের প্রচারে আসছেন অমিত শাহ

 

গত কয়েকমাস ধরে  রাজ্যে একের পর এক সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  দলের প্রথম দুদফার প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথমবার আসছেন রবিবার। এদিন বিকেলে তিনি রোড শো করবেন খড়গপুরে। পরদিন অর্থাৎ সোমবার সকাল ও বিকেল মিলিয়ে অমিত শাহ বাঁকুড়া ও ঝাড়গ্রামে জোরদার প্রচার করবেন।  দুদিনের এই সফরে অমিতের মূল কর্মসূচি ৩টি। খড়্গপুরে  রোড শো ছাড়া ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় একটি করে সমাবেশ। যদিও বিজেপির প্রথম দু দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। একে একে প্রাথীরাও  মনোনয়ন পেশ করছেন। এরই মধ্যে নরেন্দ্ৰ মোদির ব্রিগেডে সমাবেশ হলেও এবার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রাথীদের হয়ে প্রচার করতে এই প্রথমবার আসছেন অমিত শাহ। তাই মূলত অমিত শাহের হাত ধরেই শুরু হবে এই প্রচারকাজ। রবিবার সকালে অমিত শাহ প্রথমে অসমে যাবেন। সেখানে তিনি খানিকটা সময় দেবেন জানা যাচ্ছে বিজেপি সূত্র। 

 

সেখান থেকে বিকেলে আসবেন বাংলায়। অসমের জোড়হাট থেকে কলকাতা বিমানবন্দরে আসার কথা বিকেল ৪টে ৩০ মিনিট। সেখান থেকেই হেলিকপ্টারে যাবেন খড়্গপুর। সেখানে খড়গপুর  সদরের প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে রোড-শো করবেন অমিত। এর পরে তিনি ওখানের একটি হোটেলেই থাকবেন। সূত্রের খবর, দুই মেদিনীপুরের স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ওই হোটেলেই।  সোমবার সকালে অমিত খড়গপুর থেকে যাবেন ঝাড়গ্রামে। বেলা ১১টা থেকে সেখানে জনসভা রয়েছে। এর পরে আরও একটি সমাবেশ করবেন বাঁকুড়ার রানিবাঁধে। সোমবার অমিত ফের কলকাতায় এসে চলে যাবেন অসমে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, মার্চের শেষে আবারও এই রাজ্যে আসবেন অমিত শাহ। ২৭ বা  ২৮  মার্চ তিনি নন্দীগ্রামে সভা করবেন।  অমিত শাহ ছাড়াও এই রাজ্যে প্রচারে বাড়ে বাড়ে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা। কারণ বিজেপির পাখির চোখ একুশে বাংলার মসনদ দখল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post