বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন ইচ্ছাকৃত ভাবে তাঁকে আঘাত করা হয়েছে | তাঁকে দ্রুত গ্রীন করিডোর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত লেগেছে। পাশাপাশি চোট পেয়েছেন পায়ের পাতায়, গলা, হাত ও কাঁধেও। রাতেই দ্রুত মুখ্যমন্ত্রীকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে নিয়ে গিয়ে এক্স-রে এবং এমআরআই করা হয়েছে। ফের সেখান থেকে তাঁকে ফিরিয়ে আনা হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। তাঁর বাঁ পায়ে প্লাস্টার করা হয়েছে। ভর্তি করা হয়েছে উডবার্ন ওয়ার্ডের সাড়ে বারো নম্বর কেবিনে। পরে এক মেডিকেল বুলেটিনে হাসপাতালের অধিকর্তা ডাঃ মনিময় বন্দ্যোপাধ্যায় জানান, আঘাত গুরুতর। আপাতত ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার তাঁর কয়েকটি রক্তের পরীক্ষা হবে। ইসিজি ও সিটি স্ক্যান করা হতে পারে।
বুধবার রাতেই তাঁকে দেখতে হাসপাতালে চলে আসেন রাজ্যপাল জগদীপ ধানকর। যদিও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁকে গো-ব্যাক ধ্বনিও দেওয়া হয়েছে হাসপাতাল চত্বরে। এছাড়া হাসপাতালে যান রাজ্যের অন্যান্য মন্ত্রী সহ বিভিন্ন নেতারা। বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলের মুখপাত্ররা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। মুখ্যমন্ত্রীর চিকিৎসকের ৭ জনের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিস্যকদের ধারণা, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের সফট টিসু এবং লিগামেন্টে আঘাত লেগেছে। সূত্রের খবর, এই চোটের কারণে মমতাকে অন্তত ৬/৮ সপ্তাহ বিছানায় থাকতে হতে পারে। এবং কোনও ভাবেই পা ঝুলিয়ে রাখা যাবে না। তাতে শরীরের ওজন পায়ের পাতার উপর পড়লে আরও ক্ষতি হতে পারে। এখন প্রশ্ন একটাই, ভোটে প্রচারের মুখ মমতাই, এবারে প্রচারে যাবে কে ?
Thank You for your important feedback