পুজো, উৎসব, ঈদ কিংবা ক্রিসমাসের সময়ে করোনা সংক্রামণের বাড়বাড়ন্ত ছিল না এই রাজ্যে। বলা ভালো কমেই এসেছিল। একটা সময়ে দৈনিক মৃত্যু ছিল শূন্য কিন্তু তারপর জানা গেল মহারাষ্ট্র বা পশ্চিম ভারতে বাড়ছে সংক্রমণ। দেখতে দেখতে কলকাতায় প্রবেশ করোনার দ্বিতীয় ঢেউয়ের। বৃহস্পতিবার কলেজ পাড়ায়, কলেজ স্ট্রিটের একটি অংশ লক করে স্যানেটইস করা হয়েছে। কারণ এক কর্মীর করোনা সংক্রমণ ধরা পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে। একেবারেই ২০২০ সালের মার্চ মাসের পুনরাবৃত্তি। ঠিক যে ভাবে সংক্রমণ শুরু এবং ছড়িয়ে যায় গত বছর, এ বছরও ওই ভাবেই শুরু হল।
আতঙ্কের কারণ অন্যদিকে, কারণ ভোট আসন্ন। ভোটের জনসভা বা প্রচার মিছিল, রোড শো গুলিতে হাজার হাজার মানুষ সামিল হচ্ছেন। সামাজিক দূরত্বের পরোয়া নেই কারোর, সবচেয়ে ভয়ের বিষয় মাস্ক উধাও হয়েছে মুখ থেকে। মহারাষ্ট্র ইতিমধ্যে লকডাউন, কারফিউ ইত্যাদি করছে, কিন্তু ভোটের কারণে এ রাজ্যে সেটাও সম্ভব নয়। রাজ্যের এই ভয়ঙ্কর দিক দেখার কেউ আছে কি, প্রশ্ন জনতার। কারণ কেয়ারটেকার সরকার এখন ক্ষমতায়। কাজেই নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতেই হবে।
Thank You for your important feedback