ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে তপসিয়া এলাকার তিলজলায়। এক রবার কারখানায় আগুন লাগে বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। এরপর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। সোমবার সকালে কর্ম ব্যস্ততার মাঝে হঠাৎই এই রবার কারখানায় আগুন লেগে যায় বলে কারখানার শ্রমিকদের দাবি। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় তিনটি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়তে হয় কর্মীদের। কারখানাটি ঘিঞ্জি এলাকায় থাকার কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে সমস্যায় পড়ছেন বলে দাবি দমকলের। যদিও এখনও পর্যন্ত সেভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, হতাহতের খবর মেলেনি। সাতসকালে আগুন লাগার জেরে তপসিয়া এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রনে এসেছে।
সাতসকালে শহর কলকাতায় আগুন
0
March 08, 2021
Thank You for your important feedback