৯ এপ্রিল থেকে ফাঁকা স্টেডিয়ামে আইপিএল, খেলা হবে ৬ শহরে

ভোটের আবহেই বেজে গেল আইপিএল ২০২১-এর দামামা। রবিবারও মুম্বইতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) জানিয়ে দিল আইপিএলের সূচি। দেশের ৬টি শহরে ফাঁকা স্টেডিয়ামেই হতে চলেছে এবারের আইপিএল। কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, আহমেদাবাদ, ও চেন্নাইয়ে বসবে ২০২১ আইপিএলের আসর। খেলা শুরু ৯ এপ্রিল এবং ফাইনাম ম্যাচ ৩০ মে। 


ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে কোনও দলই নিজের শহরে হোম ম্যাচ খেলতে পারবেন না। চেন্নাই, মুম্বই, কলকাতা ও বেঙ্গালুরেতে হবে ১০টি করে ম্যাচ। আমদাবাদ ও দিল্লিতে হবে ৮টি করে ম্যাচ। লিগ স্টেজে প্রত্যেকটি দল ৪টি ভেনুতে ম্যাচ খেলবে। একটি দল তিনবার ভ্যেনু বদল করবে। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর সাড়ে তিনটে থেকে। যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তাই কলকাতায় খেলা হবে শেষ পর্বে। ৯ মে কলকাতায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিরাট কোহলির আরসিবি এবং সানরাউজার্স হায়দরাবাদ। তবে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১১ এপ্রিল, চেন্নাইয়ে তাঁরা মুখোমুখি হবে সানরাউজার্স হায়দরাবাদ। এবার আইপিএল ফাঁকা স্টেডিয়ামেই হবে। করোনার কারণেই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। ফাইনাল ম্যাচ হবে আমেদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.