শরীরে করোনা ভাইরাস নিয়েই বৈঠক সারলেন ইমরান খান!

সারা বিশ্বে যখন দ্বিতীয়বার করোনার ঢেউ আছড়ে পড়ছে। সেই ভয়াবহ পরিস্থিতি বাদ যায়নি পাকিস্তানেও। দেশের প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় বৃহস্পতিবার ব্যক্তিগত বৈঠক সারলেন তিনি। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তানে। করোনা আক্রান্ত অবস্থায় গুরুত্বপূর্ণ বৈঠক করার খবর জানাজানি হতেই রীতিমতো ক্ষোভে ফেটে পরেন  বিরোধীরা। এছাড়াও পাকিস্তানের সাধারণ নাগরিকরাও প্রধানমন্ত্রী ইমরান খানকে কাঠগড়ায় তুলেছেন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে যখন সকল মানুষকে সাবধানে থাকার বার্তা দিচ্ছেন অন্যদিকে তিনি নিজেই করোনাবিধি লঙ্ঘন করে বসলেন। 

 

প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগে  তিনি করোনায় আক্রান্ত হন। সেই মতো তাঁর নিভৃতবাসে থাকার কথা। এরপর চিনা টিয়াকে নেওয়ার পরও ফের সংক্রমিত হন। এরপরও তিনি বৈঠক করেন। ওই বৈঠকে ৬ জন উপস্থিত ছিলেন। সেই ছবিও পোস্ট করতে দেখা যায় একজনকে। এরপর বিরোধীরা তাদের নাম এফআইআর করতে চায়। যদিও পরে জানা যায় তারা বেশিক্ষণ বৈঠকে ছিলেন নায় তবুও এটা করোনাবিধি লঙ্ঘনের সামিল। এর জেরে কার্যত কোনঠাসা হয়ে পরেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.