রেলভাড়ার পর এবার ৫ গুণ বাড়ল প্ল্যাটফর্ম টিকিটের দাম

নিঃশব্দেই বেড়েছিল দূরপাল্লার ট্রেনের ভাড়া। এবার প্ল্যাটফর্ম টিকিটের দামও বাড়াল রেলমন্ত্রক। সামান্য নয়, এক ধাক্কায় ৫ গুণ বাড়ানো হল প্ল্যাটফর্ম টিকিটের দাম। রেলের যুক্তি, যাতে বিনা কারণে মানুষ স্টেশনে জমায়েত না করেন তার জন্যই এই দাম বৃদ্ধি। এই একই যুক্তিতে দূরপাল্লার ট্রেনের ভাড়া সামান্য বাড়ানো হয়েছিল। উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ থেকে করোনা অতিমারীর জেরে দেশজুড়েই বন্ধ হয়ে যায় রেলের চাকা। যদিও কিছুদিন পর শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চালানো শুরু হয় অর্থনৈতিক ব্যবস্থা সামাল দিতে। আরও পরে মে মাস থেকে দেশের বিভিন্ন প্রান্তে লকডাউনের জেরে আটকে যাওয়া শ্রমিক, পর্যটক এবং পড়ুয়াদের নিজের রাজ্যে ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো শুরু করে রেল। কিন্তু দীর্ঘ কয়েকমাস ট্রেন বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রেল।

 

আনলক পর্বে সামান্য পরিমান ট্রেন চালু হয়েছে। পুরোপুরি চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। বর্তমানে দূরপাল্লার ট্রেনগুলি স্পেশাল ট্রেন হিসেবেই চলছে। তাতে স্পেশাল চার্জ হিসেবে বর্ধিত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের। এবার বাড়ল প্ল্যাটফর্ম টিকিটের দামও। রেল এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এবার থেকে মুম্বই মহানগর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ৫০ টাকা দিয়ে প্ল্যাটফর্ম টিকিট কিনতে হবে সাধারণ মানুষকে। বর্তমানে এর দাম ছিল ১০ টাকা। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, দাদর এবং লোকমান্য তিলক টার্মিনাস এবং পার্শ্ববর্তী থানে, কল্যাণ, পনভেল এবং ভিওয়ান্ডি রোড স্টেশনে ঢুকতে হলে ৫০ টাকা দিয়েই টিকিট কিনতে হবে। যদিও আপাতত ১ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত দিতে হবে এই বর্ধিত মূল্য।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post