বাংলাদেশের দুদিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে আজ বাংলাদেশে স্বাধীনতার জন্মজয়ন্তী অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ। এই জোড়া অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নামার পর নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধামন্ত্রী শেখ হাসিনা। এরপর তার উদ্দেশ্যে গার্ড অফ ওনার দিয়েই তাঁকে স্বাগত জানানো হয়। এরপর মূল অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। পড়ে বাংলাদেশের বিনোদন জগৎ থেকে শুরু করে ক্রীড়াজগতের প্রমুখ ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সেখানে জয়া অয়াসান, নুসরাত ফারিয়া সহ বাংলাদেশের সিনেমা জগতের অনেকেই। এছাড়া সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও শাকিব আল হাসান-সহ আরও অনেকে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। হাসিমুখে প্রত্যেকের সঙ্গেই ফ্রেমবন্দি হলেন তিনি। যদিও করোনা কলের এই প্রথমবার সফরে এলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদশের তারকারা প্রধামন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে পেয়ে উচ্ছ্বসিতই হলেন। অনেকেই সোশাল মিডিয়ায় মোদির সঙ্গে ছবি শেয়ার করেছেন।
Post a Comment
Thank You for your important feedback