বাংলাদেশে 'মৈত্রী সেতু’ উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

প্রতিবেশী দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে মঙ্গলবার ভারত বাংলাদেশের মধ্যে 'মৈত্রী সেতুর' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত ফেনী নদীর উপর নতুন 'মৈত্রী সেতু' তৈরী করা হয়েছে। ত্রিপুরার সাব্রুম এলাকার সঙ্গে বাংলাদেশের রামগড় পর্যন্ত এই নতুন সেতু তৈরি হয়েছে। যার দৈর্ঘ্য ১.৯ কিমি, আর এই প্রকল্পটির মোট খরচ হয়েছে ১৩৩ কোটি টাকা। নতুন এই সেতুর জন্য দুই দেশ আরও কাছাকাছি চলে এল বলেই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি ত্রিপুরায় গিয়েছিলেন বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে। সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানেই মৈত্রী সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।

এরপরই তিনি বার্তা দেন যে, ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরী এই সেতুর গুরুত্ব অনেকখানি। নয়া বাণিজ্য পথ তৈরী হবে এই দুই দেশের মধ্যে। এছাড়া প্রধানমন্ত্রীর তরফে বলা হয়েছে, ‘দুই দেশের অটুট বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকবে’। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই 'মৈত্রী সেতুর' উদ্বোধনে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।  অপরদিকে প্রধানমন্ত্রী ত্রিপুরার উনকোটি জেলাসদর থেকে খোয়াই জেলার সদরের মধ্যে সংযোগকারী ২০৮ নম্বর জাতীয় সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মোট খরচ ধরা হয়েছে ১,০৭৮ কোটি টাকা। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪০ হাজারের বেশি বাড়িরও উদ্বোধন করেন।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post