সোমবার ৬৭ তম জাতীয় চলচিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা হল। যদিও প্রতিবছর এই ঘোষণা হয়ে থাকে ৩ মে। কিন্তু চলতি সময়ে করোনা অতিমারীর জেরে একবছর বন্ধ ছিল জাতীয় চলচিত্র পুরস্কার। এবার ২০২১ সালে শেষমেষ বিজয়ীদের নাম ঘোষণা করা হল দিল্লির মিডিয়া সেন্টার থেকে। তাৎপর্যপূর্ণভাবে সেরা অভিনেতার সম্মান পেলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর শেষ ছবি ‘ছিছোরে’-র জন্য। ‘মনিকর্ণিকাঃ দ্য কুইন অব ঝাঁসি’ এবং ‘পঙ্গা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেলেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গণা রানাউত। আর ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেল ‘গুমনামী’। এই ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং নাম ভূমিকায় অভিনয় করেছেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
মূলত এই বছর ফিচার ফিল্ম বিভাগে মোট ৪৬১টি সিনেমা ও নন ফিচার বিভাগে ২২০টি সিনেমা বাছাই করা হয়েছিল। মোট ১৩টি রাজ্য থেকে ছবিগুলি এন্ট্রি পেয়েছিল। সব শেষে বাজিমাৎ করল সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী বাবা’। আঞ্চলিক বিভাগে মারাঠি সিনেমা ‘ভোসলে’-র জন্য সেরা অভিনেতার খেতাব পেলেন মনোজ বাজপেয়ী। পাশাপাশি তামিল ছবি ‘অসুরণ’-এর জন্য একই সম্মান পেয়েছেন ধনুশ। বাংলা থেকেও অনেকে জাতীয় পুরস্কার পেলেন এবছর। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির আবহ সঙ্গীতের জন্য পুরস্কার পেলেন সঙ্গীতশিল্পী প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। আবার সেরা মৌলিক চিত্রনাট্যর পুরস্কার পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘জ্যেষ্ঠপুত্র’। পাশাপাশি একই বিভাগে ‘গুমনামী বাবা’ ছবির চিত্রনাট্যও সেরা খেতাব পেয়েছে।
Post a Comment
Thank You for your important feedback