ফের ৭ দিনের NIA হেফাজতে ছত্রধর মাহাতো

গত রবিবার লালগড়ে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে। রবিবারই তাঁকে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে তাঁকে দুদিনের NIA হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। যদিও জাতীয় তদন্তকারী সংস্থা তাঁর ১৪ দিনের হেফাজত চেয়েছিল। এবার তাঁর NIA হেফাজতের মেয়াদ বাড়ল। মঙ্গলবার ছত্রধর মাহাতোকে এনআইএ বিশেষ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে আরও ৭ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাঁকে ফের ৬ এপ্রিল হাজির করাতে হবে আদালতে। ২০০৯-এর ২৭ অক্টোবর সেই দাবিতে ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনে ভূবনেশ্বর-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস আটকানোর হয়। এই মামলাতেই গ্রেফতার হয়েছিলেন তৎকালীন জনসাধারণের কমিটির নেতা ছত্রধরকে। ২০০৯ সালেই লালগড়ের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় ছত্রধর-সহ মোট ৩৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা দায়ের হয়। ২০১০ সালে চার্জশিট দাখিল করে পুলিশ। দুটি মামলাই সম্প্রতি গ্রহন করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাঁরাই নতুন করে তদন্ত শুরু করেছে। এই মামলাতেই ছত্রধরকে তলব করা হয়েছিল। কিন্তু বারেবারে এড়িয়ে গিয়েছিলেন বর্তমান তৃণমূল নেতা। অবশেষে গত রবিবার তাঁকে গ্রেফতার করে এনআইএ।
 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.