মঙ্গলবার শেষদিনের প্রচারে ঝড় তুলতে আসরে মমতা-অমিত

 
দ্বিতীয়দফার ভোট শুরুর আগেই মঙ্গলবার অর্থাৎ আজ শেষ প্রচারে ঝড় তুলতে একদিকে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও গতকাল সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তার নিজের কেন্দ্র নন্দীগ্রামেই তিনি এখন থাকবেন।  এর পাশাপাশি আজও তার একাধিক কর্মসূচি রয়েছে।  যদিও মমতার শেষদিনে প্রচার শুরু বেলা ১১টা থেকে। ভাঙাবেড়া শহীদ বেদী থেকে  সোনাচূড়া বাজার পর্যন্ত হুইল চেয়ারেই রোড-শো করবেন মমতা। ৩ কিলোমিটার হুইলচেয়ার করেই ঘুরবেন তৃণমূল নেত্রী। এর পরে দুপুর ১টায় সোনাচূড়া, ২টোয় বাঁশুলি চক লক গেট এবং ৩টের সময় টেঙ্গুয়া মোড়ে জনসভা করবেন তৃণমূল নেত্রী।


অমিত শাহের সফরসূচি রয়েছে নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে রোড শো করার কথা অমিত শাহর। এরপর পশ্চিম মেদিনীপুরে ডেবরায় তাঁর জনসভা, এছাড়া তিনি বিকেলে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে রোড শো করে চলে যাবেন ডায়মন্ড হারবারে। দ্বিতীয় দফার ভোট হবে ৩০টি আসনে। তার আগে আজ প্রচারে শুভেন্দু অধিকারীর সাথে অমিত শাহর পাশাপাশি থাকবেন মিঠুন চক্রবর্তী। যদিও তিনি নন্দীগ্রাম ছাড়া তারকেশ্বরে ,খড়্গপুর ,কাকদ্বীপে রোড শো করবেন। এছাড়া আজকে প্রচারে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়াল প্রমুখরা। হাতে মাত্র একদিন তার আগে আজ শেষ প্রচার করতে জোরদার প্রস্তুতি নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।অন্যদিকে আজ শুভেন্দুর প্রচারেও থাকবেনা কোনও খামতি। বলা যায়  নন্দীগ্রামে এই দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে কার দখলে যাবে নীল বাড়ি সেইদিকে লক্ষ্য।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.