পোস্টাল ব্যালটে কারচুপি হতে পারে আশঙ্কায় লালবাজারে বিজেপির প্রতিনিধি দল

এর আগে বহুবার রাজ্য ও জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এবার বিজেপি নেতারা গেলেন লালবাজার। উদ্দেশ্য, পোস্টাল ব্যালট নিয়ে যেন কোনও কারচুপি না হয়। তার জন্য আগাম ব্যবস্থা নিতে অনুরোধ করতেই কলকাতার নতুন নগরপালের সঙ্গে দেখা করে চিঠি দিলেন বিজেপি নেতারা। প্রতিনিধি দলে ছিলেন, বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, বিধায়ক সব্যসাচী দত্ত এবং বিজেপি নেতা শিশির বাজোরিয়া। সোমবার লালবাজারে সিপি সৌমেন মিত্রর সঙ্গে বৈঠক সেরে বাইরে এসে স্বপন দাশগুপ্ত বলেন, ভোটে নানা কারচুপির আশঙ্কা করছি আমরা। এর মধ্যে পোস্টাল ব্যালট উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এসব আমরা পুলিশ কমিশনারকে জানিয়েছি। এছাড়া  তিনজন পুলিশ অফিসারের নাম করে জানিয়েছি যে তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হোক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও কাজে যুক্ত করা যাবে না বলেও দাবি জানিয়েছি। 

 

বিজেপির মূল অভিযোগ, পুলিশকর্মীদের জন্য নির্দিষ্ট পোস্টাল ব্যালটে প্রক্সি ভোট হতে পারে। এই অভিযোগ কলকাতা পুলিশের তিন অফিসারের নামও তুলে দেওয়া হয়েছে নগরপাল সৌমেন মিত্রর হাতে। বিজেপির দাবি, পূর্ণাঙ্গ তদন্ত করুক সিপি। তার আগে এই তিন অফিসারকে ভোটের কাজ থেকে সরিয়ে রাখা হোক। এদিন বিজেপি প্রতিনিধি দলের দাবি, গত ১৩ ফেব্রুয়ারি উত্তীর্ণতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির উপস্থিতিতে কয়েকজন পুলিশ আধিকারিককে ঘাসফুল শিবিরের প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা গিয়েছে। তাঁদের হাতে তৃণমূলের পতাকাও ছিল বলে দাবি বিজেপির।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.