রাজ্যের নারী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার নন্দীগ্রামে শেষ দিনের প্রচারে রোড শো করলেন তিনি। এরপরই স্থানীয় নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই তিনি প্রশ্ন তুললেন, ‘মুখ্যমন্ত্রী যখন নন্দীগ্রামে তখন তাঁর থেকে ৫ কিলোমিটারের মধ্যে ধর্ষিতা হয়েছেন একজন মহিলা। তাহলে রাজ্যে নারী নিরাপত্তার অবস্থাটা ভেবে দেখুন’। উল্লেখ্য, সোমবার সন্ধেয় নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এর তেতুলবাড়ি এলাকায় এক বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। তাঁকে হাত – পা বেঁধে কেউ মাটিতে ফেলে রেখে পালায় দুস্কৃতীর দল। ওই বিজেপি কর্মীর স্ত্রী এখন তমলুক হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তির তৃণমূলের দিকেই।
ঘটনাটি জানাজানি হতেই রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়ায়। নন্দীগ্রাম থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। সেই প্রসঙ্গ তুলেই এদিন অমিত শাহ বিঁধলেন তৃণমূল নেত্রীকে। নন্দীগ্রামে গৃহবধূ ধর্ষণের ঘটনার পাশাপাশি উত্তর ২৪ পরগনার নিমতায় বৃদ্ধার মৃত্যু নিয়েও সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বিজেপি কর্মী গোপাল মজুমদারের মা শোভারানী দেবীর মৃত্যুরও জবাবদিহি চান তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে। আর পরপর দু-ঘটনাকে সামনে দাঁড় করিয়ে বাংলার নারী সুরক্ষা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরদিকে অমিত শাহ বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন। তবে এই পরিবর্তন করার একটা সহজ উপায় রয়েছে। নন্দীগ্রামে মমতা দিদিকে হারাতে পারলে নিজে থেকেই রাজ্যে পরিবর্তন হবে। আর শুধু হারালেই হবে না। হারাতে হবে বিপুল ব্যবধানে। এছাড়াও তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘বাংলার পরিবর্তনে নেতৃত্ব দেবে নন্দীগ্রাম’। এদিন নন্দীগ্রামে রোড শো করার পর অমিত শাহ যান, ডেবরা এবং পাশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রেও।
Thank You for your important feedback