নন্দীগ্রামে ভিড় দেখে অমিত শাহ বললেন ‘আব কি বার ২০০-পার’


শেষ বেলার প্রচারের ঝড় তুলতে মঙ্গলবার সকালেই নন্দীগ্রামে পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নন্দীগ্রামের ভিটুরিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত রোড শো করলেন অমিত শাহ। তাঁর সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের হেলিপ্যাড গ্রাউন্ড থেকেই অমিত শাহকে দেখতে ভিড় জমেছিল। এরপর প্রচার গাড়িতে উঠে রোড শো শুরু করেন বিজেপির স্টার ক্যাম্পেইনার। এদিন সিএন নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, এই ভিড়ই বলে দিচ্ছে নন্দীগ্রামে আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জিতবেন। পাশাপাশি তিনি বলেন, এবার বঙ্গে ২০০আসনের বেশি পাবে বিজেপি। অমিত শাহর কথায়, ‘আপ কি বার ২০০-পার’। 

 

সেই সঙ্গে তিনি এও জানিয়েছে, বিজেপি যে সংকল্প পত্র (ইস্তেহার) প্রকাশ করেছে সেই প্রতিশ্রুতি রাখতে বধ্যপরিকর দল। এর আগেই লোকসভা বা অন্যান্য রাজ্যে দেওয়া প্রতিশ্রুতি পালনে সচেষ্ট হয়েছিল বিজেপি। এবার বাংলাতেও বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবরকম কাজ করবে বিজেপি। এদিন অমিত শাহর রোড শো উপলক্ষ্যে নন্দীগ্রামের মানুষদের মধ্যে উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো। গোটা রাস্তায় মাইক হাতে শুভেন্দু অধিকারী নিজেই স্লোগান তোলেন। রাস্তার দুধারে অসংখ্য মানুষকে ফুল ছুড়তে দেখা গিয়েছে। উঠেছে ‘জয় শ্রীরাম’ ধ্বনীও। রোড শো শেষে ভেটুরিয়ায় এক মন্দিরেও পুজো দিয়েছেন অমিত শাহ।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post