‘প্রথম দফাতেই দফারফা বিজেপি’, পিংলা থেকে হুঙ্কার মমতার

শনিবার একদিকে প্রথম দফার নির্বাচন অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। প্রথম দফার ভোটের মাঝপথেই পিংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, বাংলার ক্ষমতায় ফের আসবেন তিনিই। রীতিমতো হুঙ্কারের সুরে বললেন, ‘প্রথম দফাতেই দফারফা হবে বিজেপির’। পাশাপাশি কাঁথির অধিকারী পরিবারকে নজিরবিহীন আক্রমণ করলেন। দ্বিতীয় দফায় আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। কাল থেকেই তিনি আগামী পাঁচদিন নন্দীগ্রামে থাকবেন। তার আগেই অধিকারীদের তুলোধোনা করলেন তৃণমূল নেত্রী। এদিন পিংলার জনসভা থেকেই তিনি বললেন, ‘দুই গদ্দার ছিল। বাপ আর ব্যাটা। এখন বিজেপিতে গিয়ে জ্যাঠা হয়েছে। ওদের সম্বন্ধে যত বলি তত আমার ঘৃণা হয়। কেন বলুন তো। লজ্জাটা আমার। আমিই এত বাড়িয়েছি। আমিই এত দিয়েছি। যা চেয়েছে তাই দিয়েছি’। নাম না নিয়েই শিশির ও শুভেন্দু অধিকারীকে গদ্দার ও মীরজাফর আখ্যা দিলেন। 


পাশাপাশি আক্রমণ করলেন, বিজেপিকেও। তিনি বললেন, ‘বিজেপি হারবে তা ভালো মতোই বুঝে গেছে। তাই দু এক জায়গায় অশান্তির সৃষ্টি করছে। মানুষকে একরকমের ভয় দেখানোর চেষ্টা করছে’। এরপরই মঞ্চে হুইল চেয়ারে বসেই সামনের দর্শকাশনে বসা এক মহিলাকে ডেকে নেন। হাতে একটি প্লাস্টিকের বল নিয়ে তৃণমূল নেত্রী ছুঁড়ে দেন ওই মহিলার দিকে। এরপরই তিনি চিৎকার করে উঠলেন, ‘বোল্ড আউট, বিজেপি বোল্ড আউট। দেখলেন তো যেটা বলি সেটাই করি। ওই এক পায়ে এমন শট দেব না, বিজেপি তোমাকে কান মুলে রাজনৈতিক ভাবে মাঠের বাইরে বের করে দেব’। তবে এদিন ভাইরাল হওয়া অডিও ক্লিপ নিয়ে তিনি একটি শব্দও খরচ করেননি।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.