পুরুলিয়ার জয়পুর কেন্দ্রে বাতিল তৃণমূল প্রার্থীর মনোনয়ন, অস্বস্তিতে শাসকদল

পুরুলিয়ার ২৪১ নম্বর জয়পুর (Joypur) বিধানসভা আসনে চরম অস্বস্তিতে পড়ল শাসকদল। তাঁদের মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। ফলে এই কেন্দ্র থেকে তিনি আর ভোটে লড়তে পারবেন না। উল্লেখ্য, পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন উজ্জ্বল কুমার। সূত্রের খবর, তাঁর হলফনামায় ভুল থাকায় তা বাতিল হয়েছে। গোটা ঘটনায় হতাশ জেলা নেতৃত্ব। তাঁরা পুরো বিষয়টি জানিয়ে রাজ্য নেতৃত্বকে জানিয়েছে। ফলে এই আসনে শাসকদলের বর্তমান অবস্থান কি সেটা বুধবার রাত পর্যন্ত জানা যায়নি। বুধবার নির্বাচন কমিশন পুরুলিয়ার অন্যান্য বিধানসভা আসনের মনোনয়ন সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করে। কিন্তু তাতে জয়পুর কেন্দ্রের তথ্য রাত পর্যন্ত ছিলনা। পরে বেশি রাতে দেখা যায় এই কেন্দ্রে তৃণমূল (AITC) প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে শোড়গোল পরে যায় এলাকায়।

 

পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি গুরুপদ টুডু বলেন, ‘বিষয়টি আমি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। জয়পুরে আমাদের কী অবস্থান হবে তা রাজ্য নেতৃত্বকে জানাব’। তবে এই কেন্দ্রে তৃণমূলেরই জয়পুর ব্লক সভাপতি দিব্যজ্যোতি সিং দেও দলীয় টিকিট না পেয়ে নির্দল হয়ে মনোনয়ন জমা করেছিলেন। তাঁর মনোনয়নপত্র গ্রহন হয়েছে। এখন দেখার শাসকদল তাঁকেই সমর্থন করে কিনা। মূলত ত্রুটিপূর্ণ হলফনামার জন্যই তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। এই কেন্দ্রে প্রার্থী নিয়ে প্রথম থেকেই বিক্ষোভ ছিল। সেই নিয়ে অস্বস্তিতে ছিলেন স্থানীয় শাসকদলের নেতৃত্ব। জয়পুর ব্লক সভাপতি নির্দল হিসেবে দাঁড়িয়ে যাওয়ায় এমনিতেই চাপে ছিলেন তাঁরা, এর ওপর আবার দলীয় প্রার্থীর মনোনয়নই বাতিল হয়ে গেল। ফলে জোড়া সমস্যায় তৃণমূল। এই আসনে বিজেপি প্রার্থী নরহরি মাহাতো।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post