একুশের লড়াইয়ে এবার ‘খেলা হবে’ নন্দীগ্রামে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। যুযুধান দুপক্ষেরই চলছে জোরদার প্রচার। তাই নন্দীগ্রামে এবার হেভিয়েট লড়াই। কিন্তু নন্দীগ্রামে এবার সংযুক্ত মোর্চার প্রার্থী কে? সেটা নিয়ে ধোঁয়াশা কাটার সম্ভাবনা আজ অর্থাৎ বুধবার। আজই জোটের প্রার্থীর নাম ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে।
নন্দীগ্রামে তিনি ৫০ হাজারের বেশি ভোটে হারাবেন মমতাকে, দাবি করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তারই মধ্যে ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে এবার বামেরা নন্দীগামে লড়বেন বলে সিদ্ধান্ত হয়েছে। যদিও প্রথমে ঠিক ছিল আব্বাস সিদ্দিকীর নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নন্দীগ্রামে প্রার্থী দেবে। কিন্তু পরবর্তী সময়ে জোটের বৈঠকে ঠিক হয় বামেদের তরফেই কেউ সেখানে প্রার্থী হবেন। সম্ভবত সিপিএম প্রার্থী দিতে চলেছে নন্দীগ্রামে। আজই বামেরা নন্দীগ্রামের প্রার্থীর নাম ঘোষণা করবেন আলিমুদ্দিনে। ISF-এর তরফে যখন আব্বাস প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখন শেষমেষ বামেরা নন্দীগ্রামে এই দুই হেভিওয়েটের মাঝে প্রার্থী দিচ্ছেন। তবে তিনি কে? সেটা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় বঙ্গবাসী।
Post a Comment
Thank You for your important feedback