‘আমি জানি মা-বোনেরা আমাকেই ভোট দিয়েছেন’, শাহকে পাল্টা মমতার

প্রথম দফার ভোটে ৩০ আসনের মধ্যে ২৬টিই পাবে বিজেপি, রবিবার দিল্লি থেকে দাবি করেন অমিত শাহ। এর ঘন্টাখানেকের মধ্যেই তাঁর জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চণ্ডীপুরে সভা করেন তৃণমূল নেত্রী।  সেখানেই তিনি পাল্টা দাবি করেন, ‘আমি জানি মা-বোনেরা আমাকেই ভোট দিয়েছেন’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেগে মমতা বলেন, ‘এমন নির্লজ্জ বিজেপি নেতা দেখিনি! গতকালই ভোট গিয়েছে আর আজকে এসে বলছে কটা আসন পাব! মানুষই বলবে কে জিতবে, আমি নয়’। পাশাপাশি তিনি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বলেন, উত্তরপ্রদেশ থেকে বন্দুকধারী গুন্ডা ঢুকিয়ে এনে ভোট করাচ্ছে। ওদের কথায় চলছে কেন্দ্রীয় বাহিনী। আমরা খাওয়া, থাকার খরচ জোগাচ্ছি। কিন্তু আমাদের ভোটারদেরই মারধর করছে। কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি। কিন্তু মনে রাখবেন, উত্তরপ্রদেশের যোগীজির মতো ভোট এখানে হবে না। উল্লেখ্য, চণ্ডীপুরে তৃণমূল প্রার্থী টলি অভিনেতা সোহম চক্রবর্তী। তাঁকে ভোট দেওয়ার আহ্বান করে মমতা বলেন, সোহম অত্যন্ত ভাল ছেলে। ৩৬৫ দিন দলের হয়ে কাজ করে। তাই ওকে জিততে দেখতে চাই।


এরপরই মমতা বলেন, ১ তারিখে একটা করে ভোট দেবেন, আর বিজেপি-কে মাঠের বাইরে বার করে দেবেন। একেবারে বোল্ড আউট করে দেবেন। তবে প্রথম দফার ভোটের পর বিজেপির ভবিষ্যতবানী করা নিয়ে মমতা এদিন সবচেয়ে সরব ছিলেন। তিনি বলেন, ‘প্রথম দফার ভোট শেষ হতেই ৩০–২৬ পাবে বলে ঘোষণা করছে! ২৬টা কেন? বাকি চারটে কি কংগ্রেস–সিপিআইএমের জন্য রাখা? ৩০–এ–৩০ বলুন না!‌ তাহলে তো গোল্লাটা বেশি হবে’। অমিত শাহকে জবাব দিতে গিয়ে তৃণমূল নেত্রী ব্যাখ্যা করলেন, ৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। আমি জানি মা–বোনেরা আমাকে ভোট দিয়েছেন। কিন্তু আমি একটাও আসন বলব না। আমি জানি মানুষ আমাদেরই দিয়েছেন। তাই সেটা আমি মানুষকেই বলতে দেব। মানুষ আমাদের না দিলে যেখানে আমরা পিছিয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারতে হতো না। চণ্ডীপুরে সভা করেই তৃণমূল নেত্রী পৌঁছে যান নন্দীগ্রামে। সেখানে আগামী পাঁচদিন থাকবেন তিনি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post