মনোনয়ন জমা ঘিরে রণক্ষেত্র ব্যারাকপুর, চলল গুলি, লাঠিচার্জ পুলিশের

বুধবার ব্যারাকপুরে মনোনয়ন জমা দেওয়া নিয়ে তুমুল অশান্তির সৃষ্টি হল প্রশাসনিক ভবনের সামনে। সূত্রের খবর, ঘটনাস্থলে এক রাউন্ড গুলি চলে, তাতে আহত হয়েছেন এক তৃণমূল কর্মী। তাঁকে বিএন মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। সবমিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় বারাকপুর চিড়িয়ামোড় সংলগ্ন এলাকা। এদিন ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি আসনের মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছিল বুধবার। 


এদিন সেখানে নিজের নিজের মনোনয়ন পত্র পেশ করতে যান ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। এছাড়া বিজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ও গিয়েছিলেন সেই সময়। ওই সময় আচমকাই উত্তেজনার পরিবেশ তৈরি হয়ে যায়। সেই সময় সেখানে মনোনয়ন পত্র জমা দিতে পৌঁছে যান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্রমনি শুক্লা। তখনই দুদলের সমর্থকদের মধ্যে বচসা এবং সংঘর্ষ শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সিআরপিএফকে লাঠিচার্জ করতে হয়। 

ঘটনার জেরে কয়েকজন আহত হয়েছে বলেও জানা গিয়েছে। জানা যাচ্ছে, বিজেপি প্রার্থী তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর গাড়ি ভাঙচুর হয়েছে। একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রনে, ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। তবে ব্যারাকপুরের পুলিশ কর্তা গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post