ভোটের বাজারে চড়ছে গরমও

শহর কলকাতায় ফের বাড়লো তাপমাত্রার পারদ। দুদিনের প্যাচপ্যাচে গরমের পর আবার তাপমাত্রার চড়াও হল।  মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী দু তিনদিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা। এখন কোন বৃষ্টির সম্ভাবনাও নেই। মঙ্গলবার সকাল থেকেই রোদের তেজ চড়াও। দক্ষিণবঙ্গে সকাল থেকেই পরিষ্কার আকাশ। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় যদিও এখনও বৃষ্টি সম্ভাবনা রয়ে গিয়েছে। এদিকে, উত্তরবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এদিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন। এখন আর তাপমাত্রা কমার কোনও সম্ভবনা নেই, উপরন্তু গরমে নাজেহাল হয়ে পড়বে সাধারণ মানুষ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post