মাস্ক পড়তে হবে না : হিমন্ত


 আসামেও ভোট, ৬ এপ্রিল কিন্তু তারই আগে বিতর্ক | কিছুদিন আগে মঞ্চে বিতর্কিত কথা বলে নির্বাচন কমিশনের কোপে পড়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, তাঁর প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল | ভোটের আগে তিন দিন কোনও প্রচার করতে পারেননি তিনি | কিন্তু এতেই ক্ষান্ত হন নি হিমন্ত | একটি সাক্ষৎকারে তিনি বলেছেন মাস্ক পড়তে হবে না করোনা চলে গিয়েছে | তার দেওয়া সাক্ষৎকার ইতিমধ্যে নেট মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে, নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে, যখন প্রধানমন্ত্রী এই নয়া স্ট্রেন নিয়ে চিন্তিত তখন হেমন্তের এই বাল্যখিল্য মন্তব্য, তাও ভোটের আগে ?
আজগুবি মন্তব্য করা কিছু নেতা বিজেপির সম্মান হানি করছে দীর্ঘদিন ধরে কিন্তু প্রশ্ন দল চুপ করে থাকছে কেন, যে ক্ষেত্রে এটি একদমই পাবলিক ইসু ? হিমন্ত অবশ্য জানিয়েছেন আসামে এসে দেখুন অন্য রাজ্যের মতো এ রাজ্যে করোনা নেই | এটি কোনও যুক্তির কথা নয় | মনে করা হচ্ছে চাপের নির্বাচনে সবাই যাতে ভোট কেন্দ্রে আস্তে পারে তাই এই বার্তা |



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post