মাওবাদী এনকাউন্টারে ছত্তিশগড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শহীদের সংখ্যা, ২২ জওয়ানের দেহ উদ্ধার


 
 শনিবার থেকে শুরু হয়েছিল গুলির লড়াই। ছত্তিশগড়ের ওঠে বস্তার অঞ্চলের বিজাপুর ও সুকমা জেলার জঙ্গলে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই হয়। গতকালই পাঁচ জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছিল। এরপর আরও বড় অভিযানের উদ্দেশ্যে যায় নিরাপত্তা বাহিনী। রবিবার দুপুরে খবর পাওয়া যাচ্ছে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। সংবাদ সংস্থা এএনাই জানিয়েছে, এখনও পর্যন্ত ২২ জন জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। শনিবার বিকেল থেকেই এনকাউন্টারে তপ্ত হয়ে ওঠে বস্তার অঞ্চলের বিজাপুর ও সুকমা জেলা। তারপর থেকে এই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের কোনও খোঁজ মিলছিল না। ওই এলাকার জঙ্গলে মাওবাদীদের খোঁজে যৌথ অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ৷ ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থি জানিয়েছেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়েছিল। তিনি আরও জানান, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় মাওবাদীদের একটা বড় দল। পাল্টা জবাব দেয় বাহিনীও আর তখনই গুলির লড়াই প্রাণ হারান পাঁচ জওয়ান৷ এরপর রবিবার আরও জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আরও মৃত্যু হতে পারে। অভিযান এখনও চলছে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.