কারা কারা পেতেন কয়লা পাচারের টাকা? তৃতীয়বার সিবিআই জেরা লালাকে

সুপ্রিম কোর্টের ‘রক্ষাকবচ’ পাওয়ার পর কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হয়েছিলেন কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এর আগে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, ৬ এপ্রিল পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। এরপর এই নিয়ে পরপর তিনবার তিনি সিবিআই দফতরে হাজিরা দিলেন। সোমবার সকাল ১১টা নাগাদ তিনি ফের হাজির হলেন নিজাম প্যালেসে। সূত্রের খবর, তাঁর সঙ্গে বেশ কিছু নথিপত্র ছিল। ইতিমধ্যেই শুরু হয়েছে জেরা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, লালার জিজ্ঞাসাবাদের বয়ানের রেকর্ড করা হচ্ছে। 


এর আগের দুই দফার জেরাতে সিবিআই তদন্তকারীরা সন্তুষ্ট হতে পারেননি বলেই জানা যাচ্ছে। তাই ফের সোমবার তাঁকে ডাকা হয়েছিল। অপরদিকে অনুপ মাঝির রক্ষাকবচ উঠে যাচ্ছে আগামী ৬ এপ্রিল। তাই যতটা সম্ভব তাঁর থেকে তথ্য সংগ্রহ করা যায় সেই ব্যাপারে তৎপর সিবিআই। সূত্রের খবর, লালাকে জেরা করে তদন্তকারীরা মূলত জানার চেষ্টা করছেন কয়লা পাচারকাণ্ডের টাকা ঘুরপথে কাদের কাছে যায় এবং কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত। অপরদিকে, কয়লা পাচারে রবিবারই বাঁকুড়া থানার আইসি-কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। কয়লা পাচারে সিবিআইয়ের পাশাপাশি তাঁরাও তদন্ত করছে। সিবিআই ও ইডি সূত্রে জানা যাচ্ছে শীঘ্রই বেশ কয়েকজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। আবার লালাকে জেরা করার পর আরও কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।
 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.