ভারতে র‍্যাপিড টেস্ট কিট ও অক্সিজেন সিলিন্ডার পাঠাল আমেরিকা

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বহু দেশ। এবার ‘বন্ধু’ দেশ ভারতকে বড়সড় সাহায্য পাঠাল আমেরিকা। শুক্রবার সকালেই মার্কিন বিমানবাহিনীর একটি দৈত্যাকায় বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করল। তাঁর পেটে ঠাসা অক্সিজেন সিলিন্ডার এবং র‍্যাপিড টেস্ট কিট। সংবাদ সংস্থা জানিয়েছে, মার্কিন বিমানবাহিনীর সুপার গ্যালাক্সি মিলিটারি বিমান শুক্রবার সকালে দিল্লি পৌঁছেছে। তাতে ৪০০টি অক্সিজেন সিলিন্ডার, প্রায় ১০ লাখ র‌্যাপিড করোনাভাইরাস টেস্ট কিট, হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রী-সহ প্রচুর জিনিসপত্র এসেছে। এরপরই ভারতে মার্কিন দূতাবাস টুইট করে জানায়, ‘জরুরিকালীন অতিমারি পরিস্থিতির কিছু সামগ্রী এসে পৌঁছল। কোভিড ১৯-এর বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে আমেরিকা। #ইউএসইন্ডিয়াদোস্তি’। 

যদিও এর আগেও ভরতকে অক্সিজেন কনসেনট্রেটর দিয়ে সাহায্য করেছিল ভারত। পাশাপাশি করোনা টিকার কাঁচামাল রফতানির ওপর নিষেধাজ্ঞাও তুলে নিয়ে ভারতকে বার্তা দিয়েছিলেন মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন। এবার পাঠালেন ১০ লাখ র‍্যাপিড টেস্ট কিট ও ৪০০টি অক্সিজেন সিলিন্ডার এবং বহু প্রয়োজনীয় ওষুধপত্র। উল্লেখ্য গত সোমবারই বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন জো বাইডেন।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.