উত্তরাখণ্ডের জঙ্গলে ভয়াবহ আগুন


 উত্তরাখণ্ডের জঙ্গলে পর পর বিধ্বংসী আগুন লাগছে। একাধিকবার আগুন লাগার জেরে ক্ষতির পরিমান অনেকটা বেশি। জানা যাচ্ছে, গত ছ’মাসে প্রায় হাজার বার আগুন লেগেছে বিভিন্ন জঙ্গলে। শেষ ২৪ ঘন্টায় অন্তত ৪৫টি আগুনের ঘটনা সামনে এসেছে। এরমধ্যে করবেট ন্যাশনাল পার্ক সংলগ্ন জঙ্গলেও আগুন লাগায় উদ্বেগ আরও বেড়েছে। ফলে অনেকটাই উদ্বিগ্ন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। ইতিমধ্যে তিনি NRDF শীর্ষ কর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হচ্ছে পরিস্থিতি যথেষ্টই খারাপের দিকে। সেখানে বিশেষ হেলিকপ্টার ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের জওয়ানদের পাঠানো হচ্ছে। এদিকে করব্যাট ন্যাশনাল পার্ক সংলগ্ন এলাকায় আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তাই আগেভাগেই বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিতে চাইছে উত্তরাখণ্ড সরকার। সূত্রের খবর, গত ২৪ ঘন্টায় ৬৩ হেক্টর জঙ্গল পুড়ে ছাই হয়ে গিয়েছে। শনিবার পর্যন্ত আগুন নেভানো কোনোরকম সম্ভব হয়নি। এরপর রবিবার আরও পরিস্থিতি খারাপ হয়েছে। যদি এখনও পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কিভাবে আগুন লাগলো উত্তরাখণ্ডের জঙ্গলে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.