‘ঘরে সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি’, কৌশানীর মন্তব্যে উত্তাল বঙ্গ

বাংলা সিনেমার নায়িকা তিনি। টলিউডে পরিচিত নাম, তাই কৃষ্ণনগর উত্তরে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিপুল ভোটে পিছিয়ে থাকা এই আসনে জয় এনে দেওয়ার কঠিন দায়িত্বই তাঁর কাঁধে। এহেন তারকা প্রার্থীর বেঁফাস মন্তব্য এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে বেঙ্গল বিজেপি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাতে দেখা যায় কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী বলছেন, ‘ঘরে সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি’। (যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি সিএন নিউজ) ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। ফলে বঙ্গ রাজনীতি তোলপাড় হতে শুরু করে। ভিডিওটি টুইট করে বিজেপির তরফে লেখা হয়েছে, ‘এইভাবেই বাংলার মহিলাদের হুমকি দিচ্ছেন কৌশানি। এটাই পিসি সংস্কৃতি। পিসির আমলে বাংলার কোনও মহিলারাই সুরক্ষিত নয়’। 

 

বাংলার রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, কৌশানীর এহেন মন্তব্য মনে করিয়ে দিচ্ছে কৃষ্ণনগরের দুই তৃণমূল সাংসদের স্মৃতি। অতীতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ প্রয়াত তাপস পালের সেই বিতর্কিত বক্তব্য আবার সাম্প্রতিক সময়ে মহুয়া মৈত্রর বক্তব্য। তবে কৌশানীর এই বক্তব্য শুনে অনেকেই সোশাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। তবে শুক্রবারই তাঁর করা মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। সোশাল মিডিয়ায় তিনি একটি লাইভ ভিডিও করে জানিয়ে দিয়েছেন, তাঁর বক্তব্য এডিট করে কাটছাঁট করেই দেখানো হয়েছে। আসলে তিনি হুমকি দিতে নয়, হাথরসের মতো ঘটনা যাতে এখানে না ঘটে সেই প্রসঙ্গেই বাংলার মা-বোনকে সতর্কবার্তা দিয়েছিলেন, ব্যাখ্যা কৌশানীর। 


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم