রায়দিঘিতে কান্তির বিপক্ষেই কি সিপিএমের ভোট?



 

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে ৬ এপ্রিল ভোট। শনিবার প্রচার করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার আর প্রার্থী নেই দেবশ্রী রায়। তৃণমূল নেত্রী জানালেন, জনতার ক্ষোভেই তাঁকে প্রার্থী করা হয়নি কিন্তু উত্তরে দেবশ্রীর দাবি, যে তিনি নিজেই প্রার্থী হতে চাননি। দেবশ্রী প্রার্থী না হওয়াতে ভালোই হয়েছে তৃণমূলের কারণ এই ফ্যাশন দুনিয়ার মহিলাকে দিয়ে এলাকার কোনও উন্নয়ন হয়নি। এবার তৃণমূল প্রার্থী হয়েছেন আলোক জলদাতা, এলাকার কর্মী হলেও একেবারেই বড় রাজনীতিতে নব্য। প্রার্থী হতে চেয়েছিলেন একসময়ের ডাকসাইটে নেতা সত্য বাপুলির পুত্র শান্তনু, কিন্তু তাঁকেও টিকিট দেওয়া হয়নি। ফলে তিনি শেষ সময়ে ডিগবাজি খেয়ে বিজেপিতে গিয়ে টিকিট পেয়েছেন।
কিন্তু রায়দিঘির চিরকালীন নাম কান্তি গঙ্গোপাধ্যায়, যিনি এলাকায় কান্তিদা বা গাঙ্গুলিবাবু হিসাবে খ্যাত। সুভাষ চক্রবর্তী ঘনিষ্ঠ সিপিএম প্রার্থী চিকালের কাজের মানুষ হিসেবেই পরিচিত। একসময় কলকাতা পুরসভার মেয়র-ইন-কাউন্সিল ছিলেন এবং শক্ত হাতে দফতর সামলেছেন। ২০১৬ সালে দেবশ্রীর কাছে হেরে গিয়েও এলাকায় পড়ে থেকেছেন। আমফানের সময়ে প্রশংসিত হয়েছিলেন মানুষের পাশে দাঁড়িয়ে। শোনা যায় তৃণমূল তাঁকে দলে চেয়েছিল, কিন্তু সারাজীবন ধুতি পাঞ্জাবি যেমন ছাড়েননি তেমন দলও না। স্বাভাবিকভাবে তাঁর এগিয়ে থাকার কথা, কিন্তু বাধ সাধছে তাঁর দল সিপিএমের ভোট। বেশিরভাগটাই এখন বিজেপিমুখী, ফলে দলের ভোট না পেলে কাজের মানুষ জিতবেন কি করে?       

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم