মধ্যরাতে লেকটাউন ও কৈখালির বিজেপি কার্যালয় ভাঙচুর

 
রবিবার মধ্যরাতে হঠাৎ বিধানগর, রাজারহাট -গোপালপুর ও হাড়োয়া এই তিন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়. যদিও দূরত্ব হিসেবে রাজারহাট-গোপালপুরের কাছে কৈখালী মোড়ে বিজেপির কার্যালয় এছাড়া বিধানাগার বিধানসভার কাছে লেকটাউনে বিজেপির কার্যালয় রয়েছে। এই দুই পার্টি অফিস ভাঙচুর করা হয়. এরপর বিজেপির কার্যালয়ে সামনে পাথর ছুঁড়ে কাচ ভাঙা হয়.তাদের ব্যানার ,ফেস্টুন দলীয় পতাকা ছিড়ে পোড়ানো হয়.এই সমস্ত অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে. যদিও ১৭ এপ্রিল এই তিনকেন্দ্রে নির্বাচন।তার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে। এছাড়া রাতেই লেকটাউন থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ করে এবং অভিযোগ দায়ের করে. এই তিন কেন্দ্রে কিন্তু বলা যায় হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি। এদিকে লড়াই জোরদার করতে দুই দলই তৎপর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.