মায়ানমারে এবার গ্রেফতার জাপানের সাংবাদিক, চাপ বাড়ল জুন্টার

সাংবাদিকের গ্রেফতারিতে এবার মায়ানমারকে চাপ দিল  জাপান। জাপানের সাংবাদিকের দ্রুত মুক্তির জন্য মায়ানমারের দূতাবাস জানায়। গত রবিবার রাতে জাপানের সাংবাদিক ইউকি কিটাজুমকে গ্রেফতার করা হয়। তবে এই বিষয়ে মায়ানমারের জুন্টার মুখপাত্রও মুখ খোলেননি। ‘ইয়াঙ্গন মিডিয়া প্রফেশনালস’ নামের একটি মিডিয়া প্রোডাকশন সংস্থা চালাতেন ইউকি। তার আগে তিনি বাণিজ্যিক সংবাদপত্র ‘নিক্কেই’-এর সাংবাদিক ছিলেন। ইউকির ফেসবুক পেজ এবং অনলাইন মিডিয়ায় দেওয়া তাঁর নানা সাক্ষাৎকার থেকে এমনটাই জানা গিয়েছে। যদিও গত ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যূথান ঘটিয়ে নিজের রাশ টানতে টাটমাদাও বা বার্মিজ সেনা। কাউন্সিলর আং সান সু কি-সহ আটক করা হয় নির্বাচিত সরকারের শীর্ষ পদাধিকারীদের। এর পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। সম্প্রতি বৌদ্ধ নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে জুন্টা। মায়ানমারের বেশ কয়েকটি কারাগার থেকে বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইয়াঙ্গনের ইনসেইন জেল থেকে অন্তত ৮০০ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে এই জাপানের সাংবাদিককে গ্রেফতার করি চাপের মুখে জুন্টা।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.