মহুয়ার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদি

হিন্দিতে একটা প্রবাদ আছে " কঁহা রাজা ভোজ অউর কাহা গাঙ্গু তেলি”। অর্থাৎ রাজা যখন তুলনায়, তখন সাদামাঠা প্রজার ভূমিকা আসে না। কিন্তু শনিবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর একটি কটাক্ষ ভরা টুইট যে খোদ প্রধানমন্ত্রীকে ভাবাবে তা কল্পনাও করতে পারেন নি কেউই। কি ছিল সেই টুইটে? মহুয়া লিখেছিলেন যে, ‘প্রস্তুত থাকুন, এবার মমতা বেনারস থেকে ভোটে লড়বেন’। খুবই তাৎপর্য্যপূর্ণ টুইট, কারণ বেনারসের প্রার্থী গত দুই লোকসভা ভোটে নরেন্দ্র মোদিই ছিলেন। আজ সোনারপুরের জনসভাতে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এল সেই টুইটের প্রসঙ্গ। কার্যত মহুয়ার চ্যালেঞ্জ গ্রহন করলেন মোদি।
মহুয়া মৈত্র বর্তমানে লোকসভার অন্যতম সেরা সাংসদ। তাপস পালের পরিবর্তে তাঁকেই টিকিট দিয়েছিলেন তৃণমূল নেত্রী। কর্পোরেট সংস্থায় মোটা অঙ্কের মাইনে ছেড়েই ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন ‘ঠোঁটকাটা’ মহুয়া। সংসদে তাঁর ঝাঁঝালো বক্তৃতা মুগ্ধ করেছে সরকারি ও বিরোধী দলকে। একই সাথে বিভিন্ন টিভি চ্যানেলে মহুয়াকে কাহিল করতে পারেনি কেউই। এরসাথে মহুয়ার টুইটও আকর্ষিত করে আম জনতাকে। বিভিন্ন ইস্যুতেই তিনি টুইট করে বিরোধীদের দিকে কটাক্ষ ছুড়ে দিতে সিদ্ধহস্ত মহুয়া। আজ মোদি তাঁর ভাষণে সেই মহুয়ার টুইটের কথাই তুলে ধরে নাম না করে মমতাকে আক্রমণ করলেন। মহুয়ার জয় এখানেই।   


 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.