১৩০ জন শরণার্থী নিয়ে ভূমধ্যসাগরে ডুবল নৌকা

রীতিমতো সমুদ্রপথে প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন কয়েকশো শরণার্থী। বুধবার লিবিয়া উপকূলে এমনই এক নৌকা ডুবে গেলে মৃত্যু হয়েছে অন্তত ১৩০ জন যাত্রীর। জানা যাচ্ছে ছোট্ট নৌকায় ভূমধ্যসাগরের উত্তাল সমুদ্রে নেমে পড়েন কয়েকশো মানুষ। তাঁরা লিবিয়া থেকে পালিয়ে ইউরোপের কোনও দেশে আশ্রয় নিতে চাইছিলেন। কিন্তু মাঝ সমুদ্রেই ঘটে যায় বিপত্তি। প্রায় ৬ ফুট সমান উঁচু ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় নৌকা। সমাজসেবী সংগঠন ‘SOS Mediterranee’ খবর পেয়েই উদ্ধার অভিযান চালায়। ওই সংস্থা জানিয়েছে, লিবিয়ার ত্রিপলি উপকূল থেকে উত্তরপূর্বে আন্তর্জাতিক জলসীমায় সংস্থার নিজস্ব জাহাজ এবং আরও তিনটি বাণিজ্যিক জাহাজে উদ্ধারকাজে নামানো হয়েছে। প্রসঙ্গত, একনায়ক মুয়াম্মার গাদ্দাফির মৃতুর পর থেকে প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধে জর্জরিত লিবিয়া। জেহাদি সংগঠনগুলির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ চলছে লিবিয়ায়। ফলে যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে ইউরোপের কোনও দেশে পালানোর চেষ্টা করছেন লিবিয়ার মানুষ। সেই চেষ্টায় বিপদের ঝুঁকি নিয়েই ভূমধ্যসাগরে ছোট নৌকা বা জাহাজে ভেসে পড়েন লিবিয়াল অধিবাসীরা। ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা। এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিনশো মানুষের সলীল সমাধি হয়েছে পালানোর সময়।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.