ভোটের সকালে হাবড়ায় ডোবা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য

বৃহস্পতিবার সকালে অনেকেই বুথের দিকে পা বাড়িয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রের দিকে। আচমকাই কিছু লোকের নজর গেল পথের পাশের ডোবায়। এক মাঝ বয়েসী ব্যক্তির রক্তাক্ত দেহ দেখতে পেলেন তাঁরা। সাত সকালেই এই ঘটনায় তীব্র আতঙ্ক চড়াল হাবড়া কৈপুকুর জমিদার গেট এলাকায়। সঙ্গে সঙ্গেই খবর যায় হাবড়া থানায়। পুলিস এসে ওই দেহ উদ্ধার করে নিয়ে যায়। মাঝ বয়সী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এদিন হাবড়ায় ভোট গ্রহণ চলছে। স্থানীয়দের দাবি, গতকাল রাত একটা নাগাদ আচমকা লোডশেডিং হয় এলাকায়। ওই সময়ই হয়তো দেহটি ফেলা হয়েছে ওই ডোবায়। মৃত ব্যক্তির বয়স ৫০-৫৫ বছরের মধ্যে। পরনে সাদা জামা। রক্তাত্ব দেহে একাধিক আঘাটের চিহ্ন। জেলা প্রশাসনের কাছে ওই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.