রাজ্যে আরো হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী


একুশের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশনা.ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় দফা নিবাচন হয়ে গেছে। এরপর তৃতীয় দফার নির্বাচন।সেইসময় দক্ষিণ ২৪ পরগনায় কিন্তু থাকবে একাধিক কেন্দ্রীয় বাহিনী। এরপর পঞ্চম দফাতে রাজ্যে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের পরিকল্পনা রয়েছে বিশেষ পর্যবেক্ষকের। যদিও এই নির্বাচন করানোটা একপ্রকার নির্বাচন কমিশনের কাছ একটা বড়োসড়ো চ্যালেঞ্জ। এবারে বুথে ঢোকার সময় ভোটারদের পরিচয়পত্র দেখা যাবেনা এমনি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।যদিও এই সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নির্বাচন হওয়া নিয়ে একাধিকবার অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এই সিদ্ধান্তে পরিবর্তনে তিনি খুশি নিজেই। যদিও প্রথম দফায় ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হয়.দ্বিতীয় দফার নির্বাচনে ৬৫১ ও তৃতীয় দফার নির্বাচনে ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিণী মোতায়েনর পরিকল্পনা করা হচ্ছে। এই দুই দফায় মূলত বাঁকুড়া,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভোট হয়ে গেছে। এবার কমিশনের নজর উত্তর ২৪ পরগনা,মালদহ,মুর্শিদাবাদ  এই জেলাগুলিতে।তার আগে চতুর্থ দফার ভোট দক্ষিণ ২৪ পরগনার জেলাগুলিতে। তবে কোনোভাবে ভোট সমস্যা না হয় তাই কমিশনের পরিকল্পনা মত আরো ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী  রাজ্যে আসতে  চলেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.