করোনামুক্ত হতেই ভক্তদের সামনে রণবীর কাপুর


করোনামুক্ত হয়ে প্রথমবার ক্যামেরাবন্দি হতে দেখা গেল বলিউড অভিনেতা রণবীর কাপুরকে।  মার্চ মাসের মাঝামাঝিতে তার রিপোর্ট পজিটিভ আসে. এরপর শেষের দিকে তার রিপোর্ট  নেগেটিভ আসে।  বৃহস্পতিবার তিনি চেকাপে বের হন।  আর সেখানেই তার ফ্যানেরা তাকে দেখতে ভিড় জমায়।এদিন তাদের উদ্দেশ্যে  হাত নেড়ে সতর্ক বার্তা দিয়ে বললেন,'সকলে সাবধানে থাকবেন,মাস্ক পরবেন'। অভিনেতাকে দেখা গেল স্মার্ট লুকে। কালো জিন্স ,নীল শার্ট ,মাথায় টুপি। একেবারে  অন্যরকম লুকে। এদিন সকল ফ্যানেদের উদ্দেশ্যে হাত নাড়ানোর পাশাপাশি ভিকট্রি সাইনে  পোজ দিলেন অভিনেতা। এদিকে তার নতুন ছবি  'ব্রম্ভাস্ত্র 'মুক্তির  কথা ছিল গতবছর ডিসেম্বর মাসে ।  যদিও করোনার মধ্যে মুক্তি পায়নি। এখনও বলা যাচ্ছেনা  মুক্তির কথা । অন্যদিকে সুস্থ হয়ে বাইরে বেরোতে আজ খোশমেজাজে দেখা গেল রণবীর কাপুরকে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.